Skip to main content

Posts

Showing posts from September, 2018

কৃষক প্রশিক্ষণ ২৭.০৯.২০১৮

সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ চলছে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, চুনারুঘাটে। প্রশিক্ষণে বিভিন্ন দিক নিয়ে কৃষকদের সাথে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার এবং সম্মানিত অতিরিক্ত উপপরিচালক, খামারবাড়ি, হবিগঞ্জ।

সার ও কীটনাশকের দোকান পরিদর্শন ১৯.০৯.২০১৮

চুনারুঘাট উপজেলার সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করেন উপজেলা কৃষি অফিস এর কৃষি সম্প্রসারণ অফিসার এবং সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। দোকানে (খুচরা এবং ডিলার/পাইকারী) সার ও কীটনাশকের মজুদ ব্যবস্থাপনার দিকে বিশেষভাবে নজর দেয়া হয় এবং দোকানে মেয়াদ উত্তীর্ণ কোন কীটনাশক আছে কি না তা খতিয়ে দেখা হয়। ডিলারদের রেজিস্টার থেকে তাদের মজুদের মধ্যে সামঞ্জস্য খতিয়ে দেখা হয়।

অবৈধ সার ও কীটনাশকের বিক্রেতা আটক ১৯.০৯.১৮

কৃষক ভাইদের তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডিলারশিপ না নিয়েও সার ও কীটনাশকের বিক্রেতার সন্ধানে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাজির বাজারের মোঃ ফজল খানের দোকানে অনুসন্ধান করা হয়। সেখানে ফজল খানের মুদি দোকানে খাদ্য দ্রব্যের পাশাপাশি সার ও কীটনাশক পাওয়া যায়। প্রাপ্ত সার ও কীটনাশকের মধ্যে ইউরিয়া ২ বস্তা ও ২০ কেজি, পটাশ ৩০ কেজি, টিএসপি ১৫ কেজি, সালফক্স ৩ কেজি এবং সিডিয়াল ছিল ৪ কেজি। পরে বাজার কমিটির সদস্যদের জিম্মায় আটককৃত মালামাল স্থানীয় ডিলারদের নিকট ফেরত দেয়ার শর্তে হস্তান্তর করা হয়।

মাঠ পরিদর্শন ১৯.০৯.২০১৮

উপজেলা কৃষি অফিস, চুনারুঘাট, হবিগঞ্জের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন এর বিভিন্ন ব্লকে চলমান প্রদর্শনী প্লটগুলোর পরিদর্শন করে কৃষকদের সাথে তাদের ফসলের জন্য করণীয় দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার, মহোদয়। সাথে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এবং উপসহকারী কৃষি অফিসারগণ। পরিদর্শন শুরু হয় পাইকপাড়া গ্রামের অমৃত মিয়ার সবরি কলার প্রদর্শনীর মাধ্যমে, যেখানে অমৃত মিয়া কে তার সবরি কলার জন্য করণীয় বিভিন্ন দিক বুঝিয়ে বলা হয়। এরপর মোঃ কুতুব আলীর হলুদ এর প্রদর্শনী প্লট দেখা হয় নোয়াবাদ গ্রামে। সেই সাথে কুতুব আলীর মাল্টা বাগানের বিভিন্ন সমস্যার সমাধান দেয়া হয়। এছাড়া মাল্টা বাগানের পরিচর্যার গুরুত্ব এবং বিভিন্ন দিক সম্পর্কে বুঝিয়ে বলা হয়।

পার্চিং উৎসব ২৩.০৯.২০১৮

উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষকদের সাথে পার্চিং উৎসব পালন করা হয় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। উৎসব সাফল্যমণ্ডিত করতে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পদের কর্মকর্তা/কর্মচারীর সাথে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন উপজেলার কৃষক। উৎসবে বক্তব্য রাখেন কৃষি অফিস কার্যালয় থেকে আগত কৃষি সম্প্রসারণ অফিসার এবং সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার। বক্তব্যে পার্চিং উৎসব এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কৃষকদের সাথে সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলা হয়। উৎসব শেষে পার্চিং কৌশলে পাখি কিভাবে কাজে লাগে তা লাইভ (সরাসরি) দৃষ্টিগোচর হয়।