কৃষক ভাইদের তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডিলারশিপ না নিয়েও সার ও কীটনাশকের বিক্রেতার সন্ধানে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাজির বাজারের মোঃ ফজল খানের দোকানে অনুসন্ধান করা হয়। সেখানে ফজল খানের মুদি দোকানে খাদ্য দ্রব্যের পাশাপাশি সার ও কীটনাশক পাওয়া যায়। প্রাপ্ত সার ও কীটনাশকের মধ্যে ইউরিয়া ২ বস্তা ও ২০ কেজি, পটাশ ৩০ কেজি, টিএসপি ১৫ কেজি, সালফক্স ৩ কেজি এবং সিডিয়াল ছিল ৪ কেজি। পরে বাজার কমিটির সদস্যদের জিম্মায় আটককৃত মালামাল স্থানীয় ডিলারদের নিকট ফেরত দেয়ার শর্তে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের কৃষিব্যবস্থা প্রকৃতিনির্ভর। ৭০ ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। দেশে মোট উৎপাদনের প্রায় ২৪% আসে কৃষি থেকে। কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৪%। পৃথিবীর অন্যান্য দেশের মতো সবুজ বিপ্লবের ফলে তথা নানারকম ফসলের জাত উন্নয়নে গত ৫০ বছরে দানাশস্যের ফলন বেড়েছে কয়েকগুণ। উচ্চফলনশীল ধান ও গমের জাতের সূচনার ফলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে খাদ্য উৎপাদন প্রায় তিন গুণ বেড়েছে। প্রযুক্তি প্রয়োগে কৃষির এই অভাবনীয় রণনৈপূন্যের ধারা অব্যহত রাখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা কৃষকের কাছে সর্বদা চলমান। আর এই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্প এর আওতায় "কৃষক প্রশিক্ষণ" চলছে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, চুনারুঘাটে। প্রশিক্ষণের বিষবস্তুর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন খামারবাড়ি হবিগঞ্জ এর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মহোদয় জনাব মোস্তফা ইকবাল আজাদ, উপজেলা কৃষি অফিসার মহোদয় এবং কৃষি সম্প্রসারণ অফিসার মহোদয়। কৃষিপ্রধান বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও জাতীয় উন্নয়নে কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিশাল এবং ...