ইঁদুর আমাদের জাতীয় শত্রু। এরা ঘর-বাড়ি, রাস্তা-ঘাট ও ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। এই ক্ষতির হাত হতে রক্ষার জন্য সকলে মিলিতভাবে ইঁদুর দমন করতে হবে। রোপা আমন মৌসুমে ইঁদুর ধান ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। তাই ইঁদুর দমন করা অত্যান্ত জরুরী।
ইঁদুর দমনের প্রয়োজনীয়তাঃ
ইঁদুর দমনে ব্যবস্থাঃ
ইঁদুর দমনের প্রয়োজনীয়তাঃ
- ইঁদুর মাঠ ফসলের ৫-১০ ভাগ ও সম্পদের ক্ষতি করে ৩-৪ ভাগ।
- একটি ইঁদুর বছরে প্রায় ৫০ কেজি গোলাজাত খাদ্যশস্য নষ্ট করে।
- রাস্তাঘাট, সড়ক, রেলপথ ও বাঁধে গর্ত করে কোটি কোটি টাকার ক্ষতি সাধন করে। গভীর ও অগভীর নলকুপের সেচ নালায় গর্ত করে ৫-৭ ভাগ পানির উপচয় করে। বৈদ্যুতিক তার কেটে অগ্নিকান্ড ঘটাতে পারে।
- প্লেগ, জন্ডিস, চর্মরোগ, কুষ্ঠ, টাইফয়েড ও আমাশয়সহ প্রায় ৩০-৩৫ প্রকার রোগের বিস্তার ঘটায়। খাদ্য ও পানির মাধ্যমে জীবানু জনিত বিষক্রিয়া ঘটাতে পারে।
- ইঁদুর মাঠ ফসল, গোলাগাত খাদ্যসহ প্রায় সকল জিনিস কেটে কুটে নষ্ট করে। গর্ত খুঁড়ে ঘরের ভিত দুর্বল করে ফেলে।
ইঁদুর দমনে ব্যবস্থাঃ
- জমির আইল ছোট রাখতে হবে, অর্থাৎ ৬-৮ ইঞ্চির মধ্যে রাখতে হবে এবং আগাছা পরিষ্কার রাখতেহবে।
- গর্ত খুঁড়ে পানি ঢালতে হবে। গর্তের ভিতর মরিচের ধোঁয়া দিতে হবে।
- বাঁশের, কাঠের, লোহার ও মাটির তৈরি ফাঁদ ব্যবহার করতে হবে। অনুমোদিত বিষটোপ ব্যবহার করতে হবে।
- যে কোন ফসলে থোড় আসার পূর্বে ইঁদুর দমন উত্তম। কারন এ সময় ইঁদুরের সংখ্যা কম থাকে। মাঠে খাদ্য কম থাকে বলে ইঁদুর সহজেই বিষটোপ খেয়ে থাকে। ঘর বাড়িতে বর্ষার সময় ও সারা বছর ইঁদুর মারতে হবে।
- রাস্তাঘাটে ও বাঁধে বর্ষার সময় ইঁদুর মারা হলে আমন ফসলে ইঁদুরের আক্রমন কম হবে। বনবিড়াল, বেজি, গুইসাপ, শিয়াল, পেঁচা এসব প্রাণী ইঁদুর মারে তাই এদের বংশ বিস্তারের সুযোগ করে দিতে হবে।
- ঘরবাড়ি অথবা ফসলের মাঠে একা ইঁদুর মারলে পুনরায় অন্য স্থানের ইঁদুর এসে ঐ সাথে প্রবেশ করে। তাই ঘর বাড়ি ও ফসলের মাঠে গ্রামবাসি একত্রে ইঁদুর নিধন করলে দমন ব্যবস্থা অধিক কার্যকরি ও স্থায়ী হবে।
বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপ-সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।
এছাড়া আপনার মোবাইল হতে মাত্র ২৫ পয়সা/মিনিটে খরচ করে কৃষি কল সেন্টার (১৬১২৩) হতে জেনে নিতে পারেন, তবে সেক্ষেত্রে শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া সকাল ৭টা হতে রাত ৯টা পর্যন্ত কল করতে পারবেন।
প্রচারেঃ উপজেলা কৃষি অফিস, চুনারুঘাট, হবিগঞ্জ।